সবার সহযোগিতায় পারে কিছু মানুষের হ্মুধা নিবারন করতে
সচেতন হই, সুস্থ্য সুন্দর জীবন গড়ি স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা প্রতিরোধ করি সবার সহযোগিতায় পারে মৃন্ময় হৃদয়ে সবুজ আশা কিছু মানুষের ক্ষুধা নিবারণ করতে.... ১ জানুয়ারি ২০১৭, হৃদয়ে সবুজ আশা নিয়ে মৃন্ময়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মৃন্ময় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে অসহায় মানুষের চাহিদা পূরণে এবং তাদের পাশে থাকার সামাজিক দায়বদ্ধতার তাগিদ নিয়ে কাজ শুরু করেছে। সমাজের মানুষগুলোকে সচেতন ও সহযোগিতা করাই মৃন্ময়ের মূল উদ্দেশ্য । করোনা অতিমারির ২য় ঢেউয়ে বাংলাদেশ বর্তমানে লকডাউনে আছে। আসন্ন রমজান ঈদ ও লকডাউনে গ্রামের নিম্নবিত্ত, দিনমুজুর যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন সহযোগিতার পাশাপাশি প্রস্তুত হচ্ছে মৃন্ময়। মৃন্ময়ের পক্ষ থেকে ইতিপূর্বে এমন অনেক কার্যক্রম পরিচালিত হয়েছে। শুধু মৃন্ময়ের পক্ষে খুব বেশি সহযোগিতা করা সম্ভব নয় । আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কাম্য । আপনাদের সামর্থ্য অনুযায়ী বা যাকাতের অর্থ হতে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করুন। আপনাদের সহযোগিতা ও মৃন্ময়ের নিজস্ব অর্থায়নে আমরা মৃন্ময় পরিবার নিম্নবিত্ত, দিনমুজুর ও যারা মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে না তাদের কাছে পৌঁছে দিব। আমাদের কাছে সাহায্য পাঠাবেন বিকাশ : ০১৭২২১০৩০৩০, রকেট : ০১৭২২১০৩০৩০-১ দেবত্তর বাজার, আটঘরিয়া, পাবনা-৬৬১০ www.mrinmoypabna.com
Leave a Reply
Required fields are marked.