দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে মৃন্ময় পদক ২০২১
১২ ফেব্রুয়ারি ২০২২ সকাল দশটায় দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে মৃন্ময় পদক ২০২১ প্রদান করা হয়। পিতা : মো. ফিরোজ খান, শ্রেণি : দশম-কে এই পদক দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। মৃন্ময়ের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply
Required fields are marked.